আধার-প্যানের মতো এবার প্রত্যেক নাগরিকদের জন্য আসছে চলেছে হেলথ কার্ড
নয়াদিল্লি: আধার-প্যানের মতো দেশের প্রত্যেক নাগরিকের জন্য আসতে চলেছে ডিজিটাল হেলথ কার্ড। ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন ২.৩ কোটি ডলার মূল্যের এমনই একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটি রূপায়িত হলে দেশের আর্থিক বৃদ্ধিও গতি পাবে বলে এনডিএইচএম মনে করে।
ডিজিটাল ফর্মে নাগরিকদের স্বাস্থ্য তথ্য রাখার পাশাপাশি এই প্রকল্পের আওতায় এনডিএইচএম দেশের ডাক্তার, হাসপাতাল, নার্সিংহোম, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রভৃতির একটি তথ্য ভাণ্ডারও তৈরি করবে বলে ন্যাশনাল হেলথ অথরিটির সিইও ইন্দু ভূষণ এক সাক্ষাৎকারে জানান।
তিনি আরও বলেন, এই বিপুল তথ্য ভাণ্ডার ও বিগ ডেটা অ্যানালিসিসের সাহায্যে কেন্দ্রীয় সরকার ও রাজ্যগুলি অনেক দক্ষভাবে তাদের স্বাস্থ্য পরিষেবা পরিকল্পনা তৈরি করতে পারবে এবং তাতে যেমন একদিকে খরচ কমবে, অন্যদিকে সুষ্ঠুভাবে ও পরিষেবা দেওয়া যাবে।