সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানান মজার ভিডিও ভাইরাল হয়। এবার তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি ছোট্ট কুকুরছানা বেলুনের সঙ্গে খেলছে। যা দেখে বহু ইন্টারনেটপ্রেমীরা রীতিমতো উল্লাসিত।
ওয়েলকাম টু নেচার নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। শেয়ার হওয়ার মাত্র ৫ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৩২,০০০ এর বেশি ভিউ হয়ে গিয়েছে। ছোট্ট এই কুকুর ছানার ভিডিও এখন রীতিমতো ভাইরাল।
Bringing some sunshine your way ☀️ pic.twitter.com/EjcvUD7Dj7
— Welcome To Nature (@welcomet0nature) September 10, 2020
এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, কুকুরছানাটি তাঁর মুখের সঙ্গে বেলুনের ডাটিটি নিয়ে রাস্তায় এসে খেলছে। বেলুনের আকারটি সূর্যের মতো। যেটি কুকুরছানাটি উপভোগ করার সঙ্গে সঙ্গে বেশ আমোদের জিনিস বলে মনে করছিল।
এই ভিডিওটি শেয়ার করার জন্য ওই টুইটার অ্যাকাউন্টকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই।