লেভেল ক্রসিংয়ে আটকা মোটর ভ্যানে ধাক্কা, জোর বাঁচল শিয়ালদহগামী ট্রেন

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Local train accident

কলকাতাঃ লেভেল ক্রসিংয়ে আটকে থাকা মোটর ভ্যানে ধাক্কা আপ নামখানা শিয়ালদহ লোকালের। ট্রেনটির ক্যাডেল গার্ড ভেঙে যায়।অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন ট্রেনের যাত্রীরা। সোমবার সন্ধ্যা ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে করঞ্জলি ও কুলপি স্টেশনের মাঝামাঝি রামকৃষ্ণপুর লেভেল ক্রসিংয়ে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

 

সোমবার বিকেলে লেভেস ক্রসিংটিতে কোনও রক্ষী আটকে পড়ে থাকে পাথর বোঝাই একটি মোটর ভ্যান। উল্টো দিকে নামখানা থেকে আসা লোকাল ট্রেনটি দূর থেকে হর্ন দিতে থাকে।অবশেষে পাথরের গাড়িটিতে ধাক্কা মেরে থমকে যায় ট্রেনটি। গা়ড়িটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। হতাহতের কোন খবর নেই। ঘটনাস্থলে পৌঁছে রেলকর্মীরা কাজ শুরু করে।

 

বিকল হয়ে যাওয়ায় পাথরবোঝাই মোটরভ্যানটিকে এভাবে রেলট্র্যাকে ফেলে চলে গিয়েছিলেন চালক। সেই চালকের খোঁজ চলছে‌ রেল পুলিশ।

 

সোমবার রাত্রি নটা নাগাদও নামখানা শিয়ালদহ শাখায় রেল চলাচল শুরু করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনায় কোনও হতাহতের খবর নেই এটাই বাঁচোয়া। ট্রেনটি লাইনচ্যুত হলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত।”

Local train accident

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment