দমদমে লাইনচ্যুত লোকাল ট্রেন। শনিবার সকাল সাড়ে ১০টার পরেই দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত হয় 30128 ডাউন কল্যাণী সীমান্ত মাঝেরহাট লোকাল। যার জেরে ব্যাপক ভোগান্তির শিকার শিয়ালদহ-বনগাঁ ও মাঝেরহাট লোকালের যাত্রীরা।
আরও পড়ুন – RBI New Portal: রিজার্ভ ব্যাঙ্ক চালু করেছে, একটি নতুন পোর্টাল নিমেষে লোন পাওয়া যাবে
ট্রেন লাইনচ্যুত হওয়ার জেরে আটকে যায় একাধিক মাঝেরহাট লোকাল। নাকাল হতে হয় যাত্রীদের। জানা গিয়েছে, কল্যাণী সীমান্ত মাঝেরহাট লোকালের চার ও পাঁচ নম্বর কামরার কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। ঘটনায় কোনও আহত হওয়ার খবর জানা যায়নি। বেলা ১১টা বেজে ৩৫৪৫ মিনিটের পর ফের ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে।