local train update: কবে থেকে চলবে লোকাল ট্রেন?
local train update: অনেকেই মনে করেছিলেন চলতি মাসের মাঝামাঝি সময় থেকে ট্রেন চলবে। তবে রাজ্যের তরফে জানানো হয়েছে বাড়ছে বিধিনিষেধের মেয়াদ। আপাতত আরও ১৩ দিন নাও চলতে পারে ট্রেন।
সুদ মিলবে 6.6%, পোস্ট অফিসে ‘মান্থলি ইনকাম স্কিম
তবে ট্রেন না চলায় বড় ক্ষতি হচ্ছে অর্থনীতির। এমতাবস্থায় রেলের আধিকারিকরা জানাচ্ছেন ট্রেন চালানোর জন্য তারা প্রস্তুত। এখন দরকার শুধু দরকার রাজ্যের অনুমতি।
অনেকেই বলছেন, খুব সম্ভবত পরের মাস থেকেই সেই অনুমতি মিলতে পারে। তবে এব্যাপারে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।