লড়াই ২৪ ডেস্ক: করোনা আবহে আপাতত চলবে না লোকাল ট্রেন। আগামী ৩১-এ আগস্ট অবধি বহাল থাকবে বিধিনিষেধ। আপাতত কাজ চালাতে হবে স্টাফ স্পেশাল ট্রেন দিয়েই। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জারি থাকা বিধিনিষেধের কথা বলতে গিয়ে জানান, গ্রামাঞ্চলে ৫০% টিকাকরণ হয়ে গেলেই চালু হয়ে যাবে লোকাল ট্রেন পরিষেবা।
উল্লেখ্য, কয়েকমাস ধরেই রাজ্যে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। চলছে স্টাফ স্পেশাল। কিন্তু সাধারণ যাত্রীদের জন্য নয়। ফলত একেবারেই নাজেহাল অবস্থা নিত্যাযাত্রীর। এরই মধ্যে লোকাল ট্রেন চালুর দাবি নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ লেগেই রয়েছে। গতকালও দত্তপুকুর স্টেশনে চলে বিক্ষোভ। রেলের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে সবুজ সংকেত পেলেই চলবে লোকাল ট্রেন। প্রসঙ্গত, লোকাল ট্রেন চালানোর জন্য রাজ্যকে চিঠি পাঠিয়েছিল রেল। তারা আর জানিয়েছে, স্টাফ স্পেশাল ট্রেনে ভীষণ পরিমাণে ভিড় হচ্ছে। তার ফলে সংক্রমণ বৃদ্ধির সম্ভবনা এই ক্ষেত্রে বেশি।
আরও পড়ুন………….৩১-এ আগস্ট পর্যন্ত বহাল বিধিনিষেধ, পরিবর্তন রাত্রিকালীন নিষেধাজ্ঞায়
এদিকে করোনা সংক্রমণ রুখতে নবান্ন থেকে ৩১ আগস্ট অবধি বাড়ানো হল বিধিনিষেধ। আসন্ন তৃতীয় ঢেউকে মাথায় রেখে এই সিধান্ত নবান্নের।