থিম্পু – ফের সাতদিনের জন্য লকডাউন জারি হল ভুটানে। করোনার প্রাদুর্ভাব মাত্রা ছাড়ানোয় মঙ্গলবার থেকেই জারি হয়েছে লকডাউনের বিধিনিষেধ। ভুটানের প্রধানমন্ত্রী লোটায়ে শেরিং জানিয়েছেন, আপাতত আগামী সাতদিন ধরে চলবে লকডাউন।
এই বিষয় সংক্রান্ত এক বিজ্ঞাপ্তিতে লেখা হয়েছে, ফের জোন সিস্টেম চালু হচ্ছে,প্রতিটা জেলা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, চলাচল ওই জোনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আপাতত বন্ধ থাকবে স্কুল, কলেজ। আগামী সাতদিন নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রশাসন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের পরিষেবা চাল থাকছে।
ভুটানের স্বাস্থ্য মন্ত্রকের 22 ডিসেম্বরের বুলেটিনে জানানো হয়েছে, দেশে মোট কোরোনা সংক্রমিত 479 জন, 430 জন সুস্থ হয়ে উঠেছেন ৷ নয়া লকডাউনে কেবলমাত্র জরুরি পণ্যের দোকানগুলিই খোলা থাকছে ৷ বন্ধ থাকছে স্কুল কলেজ, অফিস, এমনকি ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলিও ৷ আজ থেকে যা কার্যকর হয়েছে ৷