লকডাউনে শিথিলতা এবার হয়ত বিশ্বকে ভয়ঙ্কর পথে ঠেলে দিচ্ছে: মন্তব্য ‘হু’ প্রধানের
জেনেভা: বিশ্বজুড়ে করোনার মারন থাবা দিনে দিনে আরও জাঁকিয়ে বসছে। এরই মধ্যে ভারত সহ একাধিক যেখানে করোনার প্রকোপ দিনে দিনে রেকর্ড ভেঙে বেড়ে চলেছে।
আর সেই সমস্ত দেশে এই মুহূর্তে লকডাউনের শিথিলতা বিশ্বকে আরও বেশি ভয়ঙ্কর পথে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র প্রধান টেড্রস আধানম।
শুক্রবার জেনেভাতে এই বক্তব্য রাখেন ‘হু’ প্রধান। আধানম বলেন, “বিশ্ব এক নতুন ও আরও ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। অনেক মানুষ বাড়িতে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠেছেন। কিন্তু এখনও দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে।”
এছাড়াও তিনি কয়েকটি দেশের নাম করে বলেন, এই সমস্ত দেশে করোনার প্রকোপ ডিসেম্বরের ১ মাস আগেই শুরু হয়েছিল। কিন্তু তা কারও নজরে পড়েনি। পরে রিপোর্টে তা ধরা পড়ে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনা ইতিমধ্যেই প্রায় ৮০ লক্ষ মানুষকে গ্রাস করেছে। এর সাথে সাথে করোনার প্রকোপে মৃতের কোলে ঢলে পড়েছেন প্রায় ৪ লক্ষ মানুষ।