কলকাতা: দীর্ঘ আনলকের পর রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। তাই করোনা রুখতে এবার নয়া পদক্ষেপ ভেবেছে রাজ্য সরকার। সপ্তাহে ২ দিন করে লকডাউন। ভাইরাসের চেন ভাঙতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে রাজ্য। লকডাউনের প্রথম দিন আজ, বৃহস্পতিবার।
সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজ্যে জারি থাকছে লকডাউন। এর মধ্যে ছাড় রয়েছে কিছু পরিষেবায়। তালিকায় রয়েছে –
- স্বাস্থ্যকর্মী ও রোগীদের নিয়ে বেসরকারি এবং ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করা যাবে।
- ওষুধের দোকান খোলা থাকবে৷
- আইনশৃঙ্খলার ক্ষেত্রে ছাড় রয়েছে। আদালত, সংশোধনাগারে পরিষেবা ও দমকল লকডাউনের বাইরে রাখা হয়েছে।
- বিদ্যুৎ, জল, জঞ্জালের অপসারণের মত জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে৷
- রাজ্যের ভিতরে ও আন্তরাজ্য পরিবহণে ছাড় রয়েছে।
- কৃষিকাজ ও চা বাগান খোলা থাকবে
- সংবাদমাধ্যমের কাজে ছাড় রয়েছে।
- রান্না করা খাবারের হোম ডেলিভারিকেও লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে।