৩১ জুলাই অব্দি রাজ্যে জারি থাকবে লকডাউন: ঘোষণা মুখ্যমন্ত্রীর
নবান্ন: দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও বাড়ছে করোনা সংক্রমনের হার। ফলে এই সংক্রমণের হার কমাতে ৩১শে জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউন জারি করল রাজ্য সরকার।
তবে, বিশেষত কনটেন্টমেন জোন গুলিতেই বেশি কড়াকড়ি থাকবে লকডাউনের। প্রতিনিয়ত রাজ্যে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েই চলেছে। ফলে সেখানে লকডাউন অত্যাবশ্যকীয়।
কিন্তু, অন্যান্য ক্ষেত্রে থাকতে পারে কিছুটা শিথিলাবস্থা। আনলক ওয়ান পর্বেও যে হারে বেড়ে চলেছে সংক্রমন তাতে এই লকডাউন টা কিছুটা হ্রাস টানবে বলে মনে করা হচ্ছে।
অনেক কর্মক্ষেত্রেই সিংহভাগ লোক যাচ্ছে। এবং সেটা বেশি গণপরিবহন ব্যবহার করেই যাচ্ছে। ফলে এখানে সংক্রমনের প্রবল আশঙ্কা থেকেই যাচ্ছে।
তবে এই লকডাউনে কর্মক্ষেত্র গুলি তেও মানুষ কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে।