কলকাতা: করোনা নমুনা পরীক্ষা কেন্দ্র, কেন্দ্রীয় সরকারের ল্যাবরেটরির নাইসেডের ডিরেক্টর শান্তা দত্ত এবার করোনায় আক্রান্ত। সূত্রের মাধ্যমে জানা যায় মঙ্গলবার তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন আগে তার রিপোর্ট পজিটিভ এলে ও তার পরিস্থিতি স্থিতিশীল বলে জানা যাচ্ছে।
কেউ জানা গিয়েছে শুধুমাত্র শান্তা দও নয়,আরো এক অধিকর্তা আক্রান্ত হয়েছে যদিও এই ব্যাপারে স্বাস্থ্য ভবন কিছুই জানায়নি সরকারিভাবে।
করনা আক্রান্ত অধিকর্তার সংস্পর্শ অন্য কেউ এসেছে কিনা সেই অনুযায়ী অন্যান্য কর্মীদেরও নমুনা পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।