BREAKING: পুলিশের গুলিতে নিহত কুখ্যাত দুষ্কৃতি বিকাশ দুবে
লখনউ: অবশেষে মৃত্যু হল ৮ পুলিশ খুনের কুখ্যাত দুষ্কৃতি বিকাশ দুবের। গাড়ি দুর্ঘটনার পরেই মৃত্যু হল কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের। মধ্যপ্রদেশ থেকে উত্তর প্রদেশে তাঁকে নিয়ে আসার সময় পুলিশ কনভয়ের একটি গাড়ি উলটে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় এই কুখ্যাত গ্যাংস্টারকে। পুলিশ সূত্রে খবর, গাড়ি উলটে যেতেই পালানোর চেষ্টা করেছিল এই গ্যাংস্টার। সে সময় তাঁকে গুলি করে হয়।
পুলিশ জানিয়েছে, গাড়ি উলটে যাওয়ার পরেই এই পুলিশ কর্মীর পিস্তল নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ দুবে। পুলিশের দিকে সে গুলিও ছোঁড়ে বলা দাবি করা হয়েছে।
এরপরেই পালটা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে আহত হয় বিকাশ দুবে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।