‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে গোপন কথা ফাঁস করলেন মদন মিত্র!

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Didi Number One 1

 

লড়াই ২৪ : ‘দিদি নম্বর ওয়ান’-এর মতো এই প্রথম কোনও শোয়ে সস্ত্রীক হাজির হয়েছিলেন মদন মিত্র। তিনি বিধায়ক হয়েও বর্ণময় মানুষ। রাজনীতির ময়দান থেকে বিনোদুনিয়া, সবক্ষেত্রেই মদন মিত্র অবাধ বিচরণ। তবে ব্যক্তিগত জীবন কিংবা স্ত্রীকে নিয়ে কোনওদিনই খুব একটা অকপট নন তিনি।

মদন মিত্র এবার স্পটলাইটের আড়ালে থাকা সেই গৃহকর্ত্রীকেই এবার ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। শুধু তাই নয়, শেয়ার করলেন দাম্পত্যের নানা অজানা কাহিনীও।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

মদন মিত্রের ঘরণি হলেন অর্চনা মিত্র। দাপটের সঙ্গে বিগত কয়েক দশক ধরে মদনের সংসারের রাশ টেনে রেখেছেন। আলাপ বিয়ের আগে থেকেই। সম্বন্ধ করে নয়, বরং ভালবেসেই একে-অপরের সঙ্গে সাত পাকে বাধা পড়েছিলেন মদন-অর্চনা। যিনি কিনা একদা মদন মিত্রের ছাত্রী ছিলেন, সেই শিক্ষকের গলাতেই বরমালা তুলে দেন অর্চনাদেবী।

‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চেই সেই গোপন কথা ফাঁস করলেন তিনি। ৩০ বছর আগে বিয়ে। তার আগে অর্চনাকে ইংরেজি পড়াতেন মদন মিত্র। সেখান থেকেই প্রেম। অতঃপর ছাত্রীকে পাত্রী বানাতে আর দেরি করেননি তৃণমূল বিধায়ক। শোয়ে এসে অর্চনা জানান, স্বামী নাকি অল্পতেই রাগ করেন। তবে সেই রাগ পড়ে গেলে বউকে কাছে টেনে গান শোনাতেও দেরি করেন না।

বিয়ের পর দার্জিলিংয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। তারপর অবশ্য অনেক জায়গাতেই গিন্নিকে নিয়ে ঘুরতে গিয়েছেন মদন মিত্র। আপাতত মদন-অর্চনার দাম্পত্য কেমিস্ট্রি ‘টক অফ দ্য টাউন’। রচনা বন্দ্যোপাধ্যায় যখন অর্চনাদেবীকে প্রশ্ন ছোঁড়েন, স্বামীর এত মহিলা ভক্ত নিয়ে, তখন তাঁর মুখে সপাট জবাব, “ঘুড়ি যতই উড়ুক, লাটাই তো আমার হাতে।” স্ত্রীর মুখে একথা শুনে হেসে গড়িয়ে গেলেও উত্তর দিতে ভোলেননি মদন মিত্র ।

Didi Number One 1

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment