গাধার মল ব্যবহার করে ভেজাল মশলা তৈরি! গ্রেপ্তার ‘হিন্দু যুব বাহিনী’র নেতা
উত্তরপ্রদেশ: যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের হাথরাসে দীর্ঘদিন ধরেই ভেজাল মশলা তৈরির কারখানা ছিল। গাধার মল থেকে শুরু করে অ্যাসিড, ভুষো ইত্যাদি ব্যবহার করে তৈরি করা হত নকল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরের গুঁড়ো। তারপর তা স্থানীয় মার্কেটে বিক্রি হত।
পুলিশি তৎপরতায় শেষ পর্যন্ত এই ঘটনা সামনে এল। ইতিমধ্যে কারখানার মালিক তথা হিন্দু যুব বাহিনীর সদস্য অনুপ ভারসনেকে আটকও করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ৩০০ কেজিরও বেশি ভেজাল মশলা।
সূত্র মারফত জানা গিয়েছে, হাথরাসের ওই স্থানে দীর্ঘদিন ধরেই চলছিল ভেজাল মশলা তৈরির কারখানাটি। সবার অজান্তেই এই ভেজালের কারবার চালিয়ে আসছিল অনুপ নামে ওই ব্যক্তি। সে আবার আবার ‘হিন্দু যুব বাহিনী’র স্থানীয় নেতা। ২০০২ সালে এই সংগঠনটি গঠন করেছিলেন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
উত্তর প্রদেশে পুলিশের একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়েই হাথরাসের নবিপুর এলাকার ওই কারখানাটিতে গভীর রাতে অভিযান চালায়। তখন ওই সব ভেজাল মশলা তৈরি হচ্ছিল। এরপরই উদ্ধার হয় লঙ্কা, ধনে, গরম মশলা, হলুদের মতো গুঁড়ো মশলা। যা তৈরি রা হচ্ছিল গাধার মল, রাসায়নিক রং, অ্যাসিডের মতো বিষাক্ত পদার্থ দিয়ে।