মধ্যমগ্রাম: আজ রাত আনুমানিক ৯টা নাগাদ মধ্যমগ্রামের সাজিরহাট সংলগ্ন এলাকায় ঘটে যায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি দোতলা কাঠের বাড়ি। বস্তিভিত্তিক ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে আশেপাশের আরও বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাটি ঘটেছে সাজিরহাটের নোয়াই খালের পার্শ্ববর্তী বস্তিতে। জানা গেছে, দগ্ধ ও ভস্মীভূত হওয়া বাড়ির মালিকের নাম সত্য। তাঁর বাড়ি থেকেই আগুনের সূত্রপাত হলেও তা দ্রুত আশপাশের ঘরগুলিতে ছড়িয়ে পড়ে। এলাকার মানুষজন ব্যাপক আতঙ্কের মধ্যে পড়েন, বিশেষত যেহেতু ওই অঞ্চলের ঘরগুলিতে অধিকাংশেরই এলপিজি গ্যাস সংযোগ রয়েছে।
🌿 সবুজে ঢাকা প্রাচীর! পরিবেশ রক্ষায় মধ্যমগ্রাম পৌরসভার অভিনব উদ্যোগ
স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পর সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হলেও নিউ ব্যারাকপুর থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় কুড়ি মিনিট সময় লেগে যায়। তবে স্থানীয়রা ততক্ষণে নিজেদের উদ্যোগে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে দমকল বাহিনীর একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার জেরে বাড়ির মালিক সত্য মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত পদক্ষেপ না নিলে ক্ষতির পরিমাণ আরও ব্যাপক হতে পারত।
এই ঘটনা আরও একবার স্পষ্ট করে দিল যে ঘিঞ্জি এলাকাগুলিতে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয়। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো সরকারিভাবে ক্ষতিপূরণের ঘোষণা হয়নি।