Madhyamgram News: মধ্যমগ্রামে নক্ক্যারজনক কাণ্ড। পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করে কেটে ব্যাগে পুরে নোয়াই খালে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মধ্যমগ্রামের উত্তর জোজরা গ্রামে এই চাঞ্চল্যকর কাণ্ড ঘটেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে স্ত্রীকে খুনের পর নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল অভিযুক্ত। তবে সেই চেষ্টায় সে সফল হয়নি, বর্তমানে অভিযুক্ত স্বামী বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।
অভিযুক্তের নাম স্বামী নুরউদ্দিন মণ্ডল। স্ত্রীর নাম সায়রা বানু। সূত্রের দাবি, পুলিশের কাছে নুরউদ্দিন মণ্ডল স্ত্রীকে খুন করে দেহ খালে ভাসিয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, খুনের পর দেহ টুকরো টুকরো করে দুটি ব্যাগে পুরে মধ্যমগ্রামের নোয়াই খালে ভাসিয়ে দেওয়া হয়। নৌকায় চড়ে খাল থেকে বাকি দেহাংশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে মধ্যমগ্রাম থানার পুলিশ।
মনে করা হচ্ছে, পারিবারিক অশান্তির জেরেই সম্ভবত এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।