মধ্যমগ্রাম: একদিকে লকডাউনে কাজ নেই, তার ওপর আম্ফানে দুর্দশা চরমে এসে ঠেকেছে দরিদ্র মানুষদের।বাড়ির ক্ষয় ক্ষতি হয়েছে বিস্তর। সরকারি ভাবে আম্ফান বিধ্বস্তদের পাশে দাঁড়ানো হচ্ছে ঠিকই। কিন্তু ত্রাণ নিয়ে বারেবারে সামনে আসছে দুর্নীতি।
সরকারের সঙ্গে সঙ্গে নানান স্বেচ্ছাসেবী সংগঠনও এই কাজে এগিয়ে এসেছে। তেমনই এক স্বেচ্ছাসেবী সংগঠন পরশমণি। আম্ফানে বিধ্বস্ত মধ্যমগ্রাম এলাকার হুমাইপুরে শুক্রবার পৌঁছয় পরশমণি।
এই স্বেচ্ছাসেবী সংগঠনের সেক্রেটারি রাধাশ্রী পাঠক ব্যানার্জী জানিয়েছেন, ১০০ টি দুঃস্থ পরিবারকে প্রদর্শন করা হয়ে হয়েছে। সংগঠনের সামর্থ্য অনুযায়ী সাহায্য করা হয়েছে বিপদে পড়া মানুষদের।
পাশাপাশি তিনি আবেদন করেছেন আর সকলে যদি এই মানুষদের সাহায্যে এগিয়ে আসেন, তবে অনেকটাই উপকৃত হবেন বিপদে পড়া মানুষেরা।