জুনে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের
করোনার কোপে এ বছর অনেক কিছুই বদলে গিয়েছে। বেশিরভাগ রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কয়েকটি রাজ্যে স্কুলের ক্লাস রুমে ছাত্রছাত্রীদের পঠনপাঠন শুরু হলেও শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে সংক্রমণের ঘটনায় কয়েকদিনের মধ্যেই তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন। উদ্ভূত পরিস্থিতিতে বহু রাজ্যে আগামী বছরের দশম এবং দ্বাদশের বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চ
মাধ্যমিক পরীক্ষা কবে হবে সেই বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডের তরফে এখনও কিছু জানানো হয়নি। ফলে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিতে শুরু করেছে। এর মধ্যে বুধবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে নিয়মিত ক্লাস করা সম্ভব হয়নি। যে কারণে বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে? নির্দিষ্ট সময়ে কি পরীক্ষা হবে? সংবাদমাধ্যমের এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘সমস্তটাই আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। কোন পথে গেলে ছাত্রছাত্রীদের পাঠদান ঠিক থাকবে এবং স্বাস্থ্য সুরক্ষিত থাকবে- এই দুটো বিষয়ের উপরে আমরা নজর রাখছি।’ কয়েকটি রাজ্যে স্কুল খোলার পরে কোভিড সংক্রমণের কারণে তা ফের বন্ধ করে দেওয়ার বিষয়টিও এদিন উল্লেখ করতে ভোলেননি তিনি।
সাধারণত প্রতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। আর উচ্চ মাধ্যমিক শুরু হয় মার্চের প্রথম সপ্তাহের শেষের দিকে। কিন্তু করোনা পরিস্থিতিতে এবার ২০২১ সালের জুন মাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে।