কোলাঘাট, পূর্ব মেদিনীপুর: শুভ মহালয়া পূর্ণতিথীতে পিতৃ পক্ষের অবসাননে দেবীপক্ষের সূচনা হতেই আকাশে বাতাসে বেজে গেছে আগমনীর সুর।মহালয়ার পুন্যসকালে নদীতে অনেক মানুষ আসেন তাদের পিতা-মাতা বা আপন মানুষদের আত্মার শান্তি ও মঙ্গলকামনায় তর্পণ করে থাকেন।
ভোর থেকেই বিভিন্ন নদীঘাটে ভিড় জমান তারা। বৃহস্পতিবার এমনই ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের দেনান কুম্ভেশ্বরী ঘাটে। তবে সম্পূর্ণ নিয়ম বিধিমেনে করা হল তর্পণের বিশেষ আয়োজন।
জেলার মতো কলকাতাতেও দেখা যায় একই চিত্র। কলকাতার বাবুঘাট, নিমতলাঘাটেও সকাল থেকেই চলে তর্পণ।