আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন মাহি
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালো মহেন্দ্র সিং ধোনি। শনিবার নিজের ইন্সটাগ্রামে তিনি নিজের সারাজীবনের খেলার মুহূর্তের ছোট ছোট ছবি দিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করেন।
তিনি লেখেন আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ১৯২৯ ঘণ্টা আমার খেলা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।
আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলাম।
ধোনি বিশ্বের এক নম্বর ক্যাপ্টেন। যার ঝুলিতে আইসিসিসির সব কটি ট্রফি আছে। বিশ্বের আর কোনো ক্যাপ্টেনের সে রেকর্ড নেই।
২০০৭ সালে আইসিসির প্রথম টি টুয়েন্টি বিশ্বকাপ ট্রফি যেতেন তিনি। ২০১১ সালে ভারতকে দ্বিতীয় বারের জন্য দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ জেতান ধোনি। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেতেন ধোনি।