★ ওপরের ফলোও বাটনে ক্লিক করুন, আর পান এমন খবর যা আপনার দরকার
মেদিনীপুর: মহালয়ার পূর্ণতিথীতে উপলক্ষে পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের মহিষাদল সৌম্যশ্রী আর্ট অ্যান্ড কালচার সোসাইটির উদ্যোগে করোনা যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হল ।
জানা গিয়েছে, এদিন সভাগৃহে স্বাস্থ্য বিধি মেনে করোনা যোদ্ধা হিসেবে ডাক্তার, নার্স ,পুলিশকর্মী ও সাংবাদিকদের হাতে পুষ্পস্তবক,পেন ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। স্থানীয় ডাক্তার সুব্রত মাইতি ও সাংবাদিক হলদিয়া নিউজ দূর্গাপদ মিশ্রকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অশোক কুমার লাটুয়া,সম্পাদক স্বরনেন্দু শেখর দাস , শিল্পী চয়ন দাস সহ সংস্থার নয়জন কৃতী ছাত্রছাত্রীরা। যারা এই সময়ে করোণা আবহে দেবী দুর্গার আহ্বান নিয়ে বিভিন্ন রকমের বইয়ের প্রচ্ছদে জন্য ছবি এঁকেছিলেন। তাদের ছবি আঁকা পরীক্ষার জন্য আর্ট কলেজে পাঠানো হয়। সেখান থেকে নির্বাচিত হয় নয়জন তাদেরকে সম্মান জানানোর জন্য সৌমাশ্রী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির পক্ষ থেকে এই বিশেষ সম্বর্ধনা সভা।