কলকাতা: করোনা সংক্রমণের মধ্যেই রাজ্যের বুকে আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড় আমফন। যার কারণে রাজ্যের বেশ কয়েকটি জেলা ব্যাপকই ক্ষয়ক্ষতির মুখে পড়ে। সেই প্রসঙ্গে এবার খোদ নিজের নেতাদেরই ছাড়লেন না তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, কোনও পঞ্চায়েতই যেন আমফানের টাকা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি না নিতে পারে জনতার থেকে।
তাছাড়া সাংসদ অভিযোগ করেন, বহু পঞ্চায়েতই এখনও পর্যন্ত ৬০ শতাংশ টাকাই খরচ করে উঠতে পারেনি। কিন্তু তা করতে পারলে এতদিনে কোনও কাঁচা রাস্তা থাকা উচিতই নয়।
এছাড়াও তিনি পঞ্চায়েতের প্রাপ্য টাকার হিসেবের খতিয়ান দিয়ে স্যোশাল মিডিয়ায় বোমা ফাটালেন।