অযোধ্যা: অযোধ্যায় ভূমিপুজোর প্রধান পুরোহিত ছিলেন গঙ্গাধর পাঠক। ভূমিপূজোর পরে প্রধানমন্ত্রীর কাছে তিনি দক্ষিণাও চান। তবে সে দক্ষিণা টাকা পয়সা না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে তিনি (Ram Temple Bhoomi Pujan)রাম মন্দিরের ভূমিপূজোর জন্য দক্ষিণা হিসেবে প্রধানমন্ত্রীর কাছে চান গো-হত্যা নিষিদ্ধ। তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখেন, গোটা দেশে প্রধানমন্ত্রী যেন গো-হত্যা নিষিদ্ধ করে দেন। আইন প্রনয়ণই হবে তাঁর কাছে দক্ষিণার সমান।
মুঙ্গেরের বাসিন্দা গঙ্গাধর নিজে মুখে প্রধানমন্ত্রীর কাছে এই আবদার রাখেননি। ভূমিপুজোর সময় এই আবদার করলে পুজোর পরিবেশ যাতে নষ্ট না হয়, তাই পুজোর পর সংবাদমাধ্যমে নিজের দাবির কথা জানিয়েছেন গঙ্গাধর।
পণ্ডিত গঙ্গাধর পাঠক প্রধানমন্ত্রীকে বলেছেন, তিনি গোটা দেশের নাগরিকদের মুখপাত্র হয়ে এমনটা দাবি করছেন। তাঁর মতে, দেশের সিংহাভাগ মানুষই গো-হত্যা নিষিদ্ধ করার পক্ষে।