পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে আফিম আঠা, গ্রেপ্তার ৩
মালদা : আফিম আঠা সহ তিন পাচারকারীকে গ্রেফতার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রের খবর কালিয়াচকের হাজিনগর চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি মোটর বাইক সহ তিনজনকে পাকড়াও করে। যাদের কাছ থেকে উদ্ধার হয় আফিম আঠা। ধৃতদের এদিন মালদা জেলা আদালতে পাঠিয়েছে কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন ফারুক মোমিন(২২)। মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকার বাসিন্দা। অপর ধৃতরা বাদার আলী(২৬) ও সলেমান মিয়া(৩৬)। এই দুইজনের বাড়ি বৈষ্ণবনগর থানার চন্দ্র নারায়নপুর এলাকায়। ওই তিন ব্যক্তির কাছ থেকে পুলিশ ২ কেজি ৬০৪ গ্রাম আফিম আঠা উদ্ধার করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদ জেলার বাসিন্দা আফিম আঠা কিনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এলাকায় জড়ো হয়েছিলেন তিনজন। তবে পুলিশের অভিযানে সকলকে গ্রেপ্তার করা হয়।এই আফিম আঠা মাদক হিসেবে ব্যবহার করা হতো। এই চক্রের সাথে আরও কারা জড়িত তাদের খোঁজ চলছে।
পড়ুন – যুব সমাজের ভবিষ্যতের দিশারী শান্তিপুর স্বপ্ন
বুধবার ধৃত তিনজনকেই মালদা জেলা আদালতে পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।