কালিয়াচক : কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা গোটা পরিবারের। দাদার পাওনাদারের চাপ সহ্য করতে না পেরে ভাইয়ের পরিবার এই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। মঙ্গলবার ঘটনাটি সামনে এসেছে কালিয়াচক থানার ঘড়িয়ালচক এলাকায়। ঘটনায় এলাকায় জুড়ে চাঞ্চল্য ছড়ায়। পাড়া প্রতিবেশী পুলিশের সহায়তায় সকলকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে সীলামপুর গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গিয়েছে, অসুস্থ গৃহকর্তার নাম সন্দীপ সারদা। পেশায় বইয়ের দোকানদার। আদতে নম্র স্বভাবের মানুষ তিনি। কালিয়াচকে দুটি দোকান রয়েছে তার। পরিবারে স্ত্রী সুশী সারদা ও দুটি কিশোর কিশোরী সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির দাদা সুমিত সারদা ঋনে জর্জরিত। এই অবস্থায় পাওনাদারদের টাকা না দিয়েই পলাতক রয়েছেন তিনি। এই পরিস্থিতিতে দাদার পাওনাদার ভাই সন্দীপ সারদাকে টাকার জন্য চাপ দিচ্ছে। প্রতিনিয়ত টাকার জন্য পাওনাদারের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। দুই সন্তান ও স্ত্রীকে সাথে নিয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি বলে জানান স্থানীয়রা। বিষয়টি জানতে পেরে সকলকে আহত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বর্তমানে সেখানে চলছে তাদের চিকিৎসা।
এপ্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ডঃ দিবস কুমার সিনহা জানান, এই লোকটির দাদা সুমিত সারদা ‘চিটার’ ধরনের লোক। প্রচুর টাকা মানুষের কাছ থেকে নিয়ে পালিয়েছে। এ অবস্থায় পাওনাদাররা ভাই সন্দীপ সারদাকে তাকে চাপ দিচ্ছে। সেই চালাতেই গোটা পরিবার আত্মহত্যার চেষ্টা করেছে। এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।