মালদা : শনিবার মালদা সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দলীয় একাধিক কর্মসূচিতে অংশ নিবেন তিনি। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি গোবিন্দ মন্ডল জানান, শনিবার মালদায় আসছেন সর্বভারতীয় সভাপতি জেপিনাড্ডা। সকাল ১০’৫০ নাগাদ মালদায় এসে পৌঁছাবেন তিনি।
শহরের আম বাজার এলাকায় কেন্দ্রীয় কৃষি বিদ্যালয় পরিদর্শন করবেন তিনি এরপর পুরাতন মালদার তাঁতীপাড়া মাঠে কৃষকদের নিয়ে এক সভায় অংশ নিবেন।
সভাশেষে মালদা শহরের রাজপথে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেবেন সর্বভারতীয় সভাপতি। শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। কয়েক হাজার দলীয়কর্মী অংশ নিবেন শোভাযাত্রায়।