রোগীর সঙ্গে সাপকেও হাসপাতালে নিয়ে গেল আত্মীয়রা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

লড়াই ২৪ : বিষধরগোখরো সাপ ঘরের মধ্যেই গৃহবধূর হাতে ছোবল বসিয়েছে। তারপর হাসপাতালে ওই গৃহবধূর আত্মীয়রা একেবারে সাপ সমেত তাঁকে নিয়ে হাজির হলেন।

এমনকি তাঁরা তারপর রাত পেরিয়ে দুপুর হতে চললেও সাপ নিয়ে ঠায় বসে রয়েছেন। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সাপের ছোবলে আশঙ্কাজনক ওই গৃহবধূর নাম বলসাতিয়া মাহাতো। মানিকচক থানার গদাই চর এলাকার বাসিন্দা বলসাতিয়া মাহাতোকে এক বিষধর গোখরো ছোবল দিয়েছে। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। যে সাপটি ছোবল মেরেছে সেটিকেও কৌটোয় ভরে হাসপাতালে নিয়ে এসেছেন তাঁর পরিবারের সদস্যরা।

ওই গৃহবধূর এক আত্মীয় জানান, “শনিবার রাতে ঘরের মধ্যে মোবাইল চার্জ দিতে গিয়েছিলেন বলসাতিয়া মাহাতো। স্যুইচ বোর্ডের উপরে বিষধর গোখরো সাপটি ছিল। বলসাতিয়া সেদিকে হাত বাড়াতেই আঙুলে ছোবল দেয় সাপটি। এরপর সাপটি খাটে টাঙানো মশারির উপর পড়ে। তখনই সাপটিকে কৌটোয় ভরে নেওয়া হয়।”

গৃহবধূর পরিবার, তাঁর শরীর থেকে বিষ তোলার জন্য প্রথমে ওঝার দ্বারস্থ হয়। বলসাতিয়ার ওই আত্মীয় বলেন, ‘কাউকে সাপে কামড়ালে গ্রামের এক ওঝা চুন দিয়ে, ঝাঁটা মেরে বিষ তোলে। আমরাও ওই ওঝাকে ডেকে নিয়ে আসি। এরপর ওই ওঝা সাপে কামড়ানো আঙুলটিতে চুন দিয়ে, গৃহবধূকে ঝাঁটা মেরে ঝাড়ফুঁক করেন।’

কিন্তু সুরাহা হয়নি। অবশেষে তাঁরা গৃহবধূকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপরই কৌটোয় ভরা বিষধর গোখরো সাপটিকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে হাজির করেন গৃহবধূর আত্মীয়রা।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment