মালদা: পাচারের আগেই বিশেষ সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ শহরের রথবাড়ি এলাকার থেকে গাঁজা সহ এক মহিলা ও এক যুবককে গ্রেফতার করল। ধৃতদের কাছ থেকে পাঁচটি প্যাকেটে মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
শুক্রবার ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান, অভিযুক্ত পাচারকারী মহিলার নাম অহেদি বিবি। তার বাড়ি বর্ধমান জেলা কাটোয়া থানা এলাকায়।ধৃত যুবকের নাম ছোট্টু খান তার বাড়ি জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানা এলাকায়।
অভিযুক্তরা ট্রেনে করে মালদা এসেছিল।শহরের রথবাড়ি থেকে তারা বর্ধমানের দিকে এই তিনটি ব্যাগে করে মোট পাঁচ প্যাকেট গাজা তারা নিয়ে যাচ্ছিল। রথবাড়ি এলাকায় বাস ধরার উদ্দেশ্যে তারা দাঁড়িয়ে ছিল।
তবে সূত্রে খবর পেয়ে পুলিশ গাঁজা সহ অভিযুক্তদের ধরে ফেলে। শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।