নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু নবম শ্রেণীর পড়ুয়ার
মালদা : নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক নবম শ্রেণীর ছাত্রের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মানিকচক থানার মথুরাপুর অঞ্চলের শংকরটোলা এলাকার নদীতে। স্থানীয়রা ওই ছাত্রকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম সরোজিত মন্ডল(১৫)। মথুরাপুরের করমুটোলা এলাকার বাসিন্দা। বাবা সূচীন মন্ডল। পেশায় দিনমজুর। পরিবার সূত্রে জানা গেছে , এদিন দুপুরে স্নান করতে স্থানীয় কয়েকজন কিশোরদের সাথেই বাড়ি থেকে কিছুটা দূরে ফুলাহার নদীতে যান। এরপর ভরা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় বছর পনেরোর ওই কিশোর।
এরপর তাঁকে তৎপরতার সাথে স্থানীয়রা উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতাল নিয়ে আসলে মৃত্যু বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা। এই ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙ্গে পড়েছে পরিবার।
এদিকে মানিকচক থানার পুলিশ দেহ নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে।