Malda News: ভিন রাজ্যে মৃত ৪ বাঙালি শ্রমিক

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

মালদা : ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ হারালেন মালদা জেলার রতুয়া-১ ব্লকের চার শ্রমিক। জানা গিয়েছে মাসখানেক আগে ভাদো বটতলা গ্রামের আব্দুল মান্নান(৪৫) আব্দুল আজিজ(৩৫) হবিবুর রহমান(২৯) এবং কাহালা আশুটোলা গ্রামের মোঃ জহির(৩৫) নামের চার জন শ্রমিক। এরা প্রত্যেকেই দিনমজুর।

পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় মাসখানেক আগে টাওয়ার শ্রমিকের কাজে হিমাচল প্রদেশ গিয়েছিল। বুধবার সকালে বাসস্থান থেকে ট্রাক্টর করে সরঞ্জাম নিয়ে কাজের উদ্দেশ্যে রওয়ানা দেয়। তবে মাঝপথে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে এক গর্তে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোহাম্মদ জাহির, হাবিবুর রহমান ও আব্দুল মান্নানের। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আজিজ কে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।সেখানে তার চিকিৎসা শুরু হয়।তবে আর শেষ রক্ষা হয়নি বিকেল চারটের সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে আব্দুল আজিজ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

হবিবুর রহমান ও আব্দুল আজিজ সম্পর্কে দু ভাই। সেখান থেকে টেলিফোন মারফত সেদিন মৃত্যু সংবাদ দেয়া হয় তাদের পরিবারে। পরিবারের লোকেরা মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে।শুক্রবার দুপুর দুটো নাগাদ হিমাচল প্রদেশ থেকে মৃতদেহ এসে পৌঁছায় তাদের বাড়িতে। মৃতদেহ আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার-পরিজনেরা।

এদিন সেই পরিবারের সাথে দেখা করতে যান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ ইয়াসিন। এদিন সেই পরিবারের সাথে গিয়ে তিনি কথা বলেন। এবং প্রত্যেকটি পরিবারকে কুড়ি হাজার টাকার চেক তুলে দেন। পাশাপাশি তিনি আরো জানান এই পরিবারের সাথে তিনি সবসময়ই পাশে থাকবেন।এবং আগামী দিনে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।

malda news

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment