মালদহ, বিজেপির মণ্ডল সভাপতি সুবেক আলির গুলির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছরিয়েছে মালদহের পুখুরিয়ায়।
শনিবার রাতে সামসিতে বৈঠক সেরে গাড়িতে কুমারগঞ্জে বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময় পুখুরিয়া এলাকায় তাঁর পথ আটকায় দুষ্কৃতীরা, সুবেককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করা হয়, তাঁর বাঁ হাতে গুলি লাগে বলে আভিযোগ করা হয়েছে। এই অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল হাসপাতালে ভরতি করান হয়।
বিজেপির অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে রাজ্যের শাসক দল। তবে তৃণমূল কংগ্রেসের তরফে এ বিষয়ে এখনো পর্যন্ত কিছু বলা হয় নি।