এনআইএ-র হাতে ধরা পরল বাটুল বোমা কান্ডের তৃতীয় অভিযুক্ত

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

মালদা : এনআইএ-র জালে ভুতনি থানা এলাকার বাসিন্দা এক যুবক। চলতি বছরের জানুয়ারি মাসে বাঁটুল বোমা কান্ডে তলব করা হল তৃতীয় অভিযুক্তকে। মানিকচক ব্লকের ভুতনি থানার হর্চনপুর গ্ৰামের বাসিন্দা সিদ্ধার্থ মন্ডলকে (২৪)।

পরিবারের লোকেরা জানিয়েছেন, বুধবার তাকে মোবাইল ফোন মারফত ডাকা হয়। পরে তারা জানতে পারেন এন আই এ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা নিয়ে গেছে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

৫ জানুয়ারি ২০২০ তারিখে মানিকচক থানার কাকরিবাধা এলাকায় বাটুল বোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনায় দুইজন গুরুতর জখম হয়েছিলেন। এরপর পুলিশ তদন্তে নেমে দুইজনকে গ্রেপ্তার করেছিল।

এবারে এন আই এর হাতে ধরা পরল বাটুল বোমা কান্ডের তৃতীয় অভিযুক্ত সিদ্ধার্থ মন্ডল।তার মা জানিয়েছেন, তারা কৃষি কাজ করে দিন গুজরান। কি কারণে তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে তা তিনি বলতে পারছেন না। তিনি বলেন, তাদের একমাত্র সন্তান সিদ্ধার্থ।

তার বাবা মানিক মন্ডল জানিয়েছেন,সিদ্ধার্থর বিয়ে হয়েছে এবং তার একটি ছেলে রয়েছে। সে যখন নবম শ্রেণীতে পড়াশোনা করত তখন ধর্ষণের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে।

তিনি আরো বলেন, বুধবার ছেলেকে ফোন করে ডাকা হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন এন আই এর অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করতে কলকাতা নিয়ে গেছে।

তবে কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তারা বলতে পারছেন না। তাদের সন্দেহ কাকরিবাধা বাটুল বোমা কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য গ্রেপ্তার করেছে হয়ত এন আই এ। যদিও মুখে কুলুপ এঁটেছে প্রশাসনিক কার্যালয়।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment