মালদা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কালিয়াচক ৩ নং ব্লকের মিটিং হলে গঙ্গা ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ভূমিহীন পরিবারগুলির মধ্যে ভূমি পাট্টা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হল।কালিয়াচক-৩ ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান আয়োজিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মণ্ডল,জেলাশাসক রাজর্ষি মিত্র, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর সহ অন্যান্যরা।
এদিন গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত মোট ৬৪ টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়। বলা হয়, কালিয়াচক-৩ নং ব্লকের গঙ্গাভাঙ্গনে ক্ষতিগ্রস্থ প্রত্যেকটি পরিবারের পাশে সব সময় থাকার চেষ্টা করছে প্রশাসন। ফলে গঙ্গা ভাঙ্গনে ভূমিহীন ব্যক্তিদের মধ্যে পাট্টা বিতরণ করা হল।
মালদা জেলা প্রশাসনের তরফ থেকে পাট্টা প্রদান করা পরিবারদের ভূমি দপ্তর থেকে জমি চিহ্নিত করা হবে এবং সেই জমির উপর সরকারি খরচায় বাড়িও নির্মাণ করে দেওয়া হবে। ভবিষ্যতে তাদের আরো নানাভাবে সাহায্য করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।