মালদা রতুয়া : সাতসকালে খুন হলেন এক সবজি বিক্রেতা। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নোরোত্তমপুর দিয়ারা গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
মৃত ব্যক্তির নাম হেমন্ত মন্ডল (৩৫)বাড়ি কাহালা গ্রাম পঞ্চায়েত এলাকায় নরোত্তমপুর দিয়ারা গ্রামে। জানা গিয়েছে মঙ্গলবার সকালে হেমন্ত মন্ডল প্রতিদিনের মত আজকেও সাইকেলে করে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন কাহালা গাঁজা মোড় এলাকার বাজারে। তার বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে গম ক্ষেতে তার গলাকাটা মৃতদেহ রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।এরপর খবর দেয়া হয় তার পরিবারে এবং রতুয়া থানায়। খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসে রতুয়া থানার পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
তবে কি কারণে খুন এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি পুলিশের কাছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কোনরকম কারোর সাথে শত্রুতা ছিল না ঐ ব্যক্তির। রাজনৈতিক দিক দিয়ে কোন রকম কোন দলের সাথে যুক্ত ছিলেন না তিনি। তবে কেন এভাবে খুন তা নিয়ে রীতিমতো দ্বন্ধে রয়েছে পরিবারের সদস্যরা।