WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কলকাতা:  বুধবার  নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে গুরুতর চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ ঘটনার তদন্তের জন্য পৌঁছে গেলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ভিবু গোয়েল। এছাড়াও পৌঁছেছেন পুলিশ সুপার প্রবীণ প্রকাশ, মেদিনীপুরের ডিআইজি কুনাল আগরওয়ালও।

 

গতকাল  সন্ধ্যা গাড়িতে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন,দরজা খোলা ছিল। হঠাৎই চার পাঁচ জন  গাড়ির দরজা ঠেলে দেয়। চোট লাগে পায়ে, মাথায়, ঘাড়ে।
তাই গতকাল তড়িঘড়ি গ্রিন করিডোর করে  কলকাতায় নিয়ে এসে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীকে  পর্যবেক্ষণের পর জানান, পায়ের গোড়ালিতে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

মমতা নিজেই বলেন, “চক্রান্ত করে ৪-৫ জন ধাক্কা মারে আমাকে। স্থানীয় পুলিশ ছিল না। নির্বাচন কমিশনে জানাব।”
আজ সকালে রাজ্য পুলিশের নিরাপত্তা আধিকারিক জ্ঞানবন্ত সিং দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

 

আজ একাধিক রক্তের হবে পরীক্ষা হবে মুখ্যমন্ত্রীর। অন্তত ৪৮-৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে চাইছেন চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত বোর্ড সুত্রে খবর।অন্যদিকে  নির্বাচন কমিশনে কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়েই যাচ্ছে তৃণমূলের একটি দল। বহু জায়গায় প্রতিবাদ করছেন তৃণমূল কর্মীরা।পথে নেমে অবরোধ করেছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত উত্তপ্ত  রাজ্যরাজনীতি।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার