কলকাতা: করোনাতঙ্ক কাটিয়ে এত বড় উৎসব কীভাবে সম্ভব, তা ভেবে কূল পাচ্ছেন না কলকাতার পুজো উদ্যোক্তারা। অনেক পুজো কমিটিই বাজেট কাটছাঁট করে পুজোর কথা ভাবছে।
তবে বুধবার নবান্ন সভাঘরে সাংবাদিক সম্মেলনে মমতা ব্যানার্জী বললেন, ” ক্লাবগুলোকে অনুরোধ করব আপনাদের পাড়াকে আপনারাই ভালো রাখুন ৷ সবাই যেন মাস্ক পরে ৷ পুজো আসছে তো! পুজোগুলো করতে হবে তো ! যদি পুজো করতে হয় এখন থেকে ঠিক থাকতে হবে ৷”
বেশ কিছু পুজো উদ্যোক্তার আশঙ্কা ছিল, রাজ্য সরকার হয়তো বিধিনিষেধ চাপাতে পারে দুর্গাপুজোর উপর। কিন্তু মুখ্যমন্ত্রী এদিন যা ইঙ্গিত দিলেন তাতে একটা জিনিস স্পষ্ট, পুজো এবার স্বমহিমাতেই হতে চলেছে।