বাংলার ১৬ কোটি বাড়িতে সমীক্ষা চালিয়েছেন স্বাস্থ্যকর্মীরা, যা দেশের মধ্যে শ্রেষ্ঠ: মুখ্যমন্ত্রী

Loading

কলকাতা :করোনা নিয়ে রাজ্যের পরিস্থিতি দিনে দিনে সংকটজনক হতে শুরু করেছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে হুহু করে। এরই মধ্যে করোনা মোকাবিলায় বাংলার স্বাস্থ্যকর্মীদের ভূমিকাকে দেশের মধ্যে শ্রেষ্ঠ বলেও উল্লেখ করেন মমতা বন্দোপাধ্যায়।

আজ অর্থ্যাৎ বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের স্বাস্থ্যকর্মীরা প্রায় ১৬ কোটি বাড়িতে গিয়ে সমীক্ষা করেছেন ইতিমধ্যেই। এখন প্রশ্ন তো উঠবেই যে, রাজ্যে তো পরিবারের সংখ্যা ৩ কোটি, তাহলে ১৬ কোটি তিনি কেন বললেন! প্রশ্নটি ওঠার আগেই মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টি স্পষ্ঠ করেন, তিনি বলেন এক একটি বাড়িতে একাধিকবার করে গিয়ে এই সমীক্ষা চালানো হয়েছে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

যার ফলে, এই হাউস টু হাউস সার্ভে হওয়ার ফলে অনেকের জ্বর, সর্দি, কাশির তথ্য উঠে আসে। তিনি জানান, বাড়ি বাড়ি সার্ভে করেই প্রায় সাড়ে চার হাজার সারি কেস (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, তথা তীব্র শ্বাসকষ্টের উপসর্গ) চিহ্নিত করা গিয়েছে। তারপর তাঁদের আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, এই কাজটা যে ভাবে বাংলা করেছে তা দেশের মধ্যে শ্রেষ্ঠ।

Author

Share Please

Make your comment

%d bloggers like this: