mamata banerjee to workers
কলকাতা: তৃণমূলের জয় নিশ্চিত একথা বলাই যায়। জয়ের পরে দলীয় কর্মী সমর্থকদের শান্ত থাকার বার্তা দিয়েছেন মমতা। তিনি জানিয়েছেন, “কোভিড সংক্রমণ ছড়াচ্ছে প্রবল ভাবে। আপনারা সংযত থাকুন। জমায়েত করবেন না। এই কঠিন লড়াইয়ের পর জয় নিশ্চয় আনন্দের। কিন্তু করোনার কথা ভেবে এটুকু সংযম আমাদের রাখতেই হবে।”
বিকেল ৫ টা অবধি ২১২ টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি রয়েছে ৭৮ টি আসনে এগিয়ে। সংযুক্ত মোর্চার ভাগ্যে ১ টি ও অন্যান্যরা এগিয়ে ১ টি আসনে।
mamata banerjee to workers