Weather Forecast
কলকাতা: গত কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে চলছে বৃষ্টিপাত। বাড়ছে নদীর জলস্তর। এই পরিস্থিতিতে আপাতত স্থগিত হল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর।
বৃহস্পতিবার গৌতম দেব জানান, আবহাওয়া অত্যন্ত খারাপ, এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, নির্বাচনে জয় লাভের পর এটি মুখ্যমন্ত্রীর প্রথম উত্তরবঙ্গ সফর ছিল। ফলত এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিছুদিন আগেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে উত্তরবঙ্গে যান রাজ্যপাল জগদ্বীপ ধনখড়। তিনি অভিযোগ জানান, ভোট পরবর্তী হিংসার কারণে বহু মানুষ উত্তরবঙ্গ থেকে পালিয়ে আসামে চলে গেছেন। সেই দিক থেকেই এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর রাজনৈতিক মহলে এক বিশেষ তাৎপর্য রাখে।
আরও পড়ুন…শাড়ি পরে বাহুবলী, জানালেন ফিট থাকতে যোগ ব্যায়াম যথেষ্ট নয়
প্রসঙ্গত, আবহাওয়া দফতর সূত্রে খবর, জোড়া ঘূর্ণাবাত ও মৌসুমি বায়ুর কারণে চলছে এই বৃষ্টিপাত। উত্তরপ্রদেশে অবস্থান করছে এই ঘূর্ণাবাত। অপরদিকে পাঞ্জাব থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, যা গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। এদিকে, বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবাত। ফলে বাড়ছে বৃষ্টিপাত।
আজ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় সম্ভবনা রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিংম্পং, জলপাইগুড়িতেও হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। মৎস্যজীবীদের আজ সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জানিয়েছে আবহাওয়া দফতর। ২২ তারিখ থেকে সম্ভবনা আছে আবহাওয়া পরিবর্তনের।
Weather Forecast