কলকাতা: বৃহস্পতিবার নবান্নে বসে রাজ্যপালের ভূমিকার তুমুল সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বললেন, সহ্যেরও সীমা আছে। আমি চুপ করে থাকি মানে কেউ যা খুশি তাই বলতে থাকতে পারেন না।
২০১৭ সালে বিধানসভায় একটি আইনের ধারা পড়ে শোনান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ওই আইন মানছেন না রাজ্যপাল। রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বলেন, ওনার আচরণ দেখে মনে হয় আমরা ওনার চাকরবাকর। যখন তখন চিঠি পাঠিয়ে নানা জবাবদিহি তলব করেন। পদমর্যাদা মাথায় রেখে তারও সাধ্যমতো জবাব দিই।
রাজ্যপালকে মমতার হুঁশিয়ারি। উনি যদি এখনও সংযত না-হন তবে পশ্চিমবঙ্গের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়বেন তিনি।