ফের নক্ষত্র পতন, মৃত্যু হল মমতা শঙ্করের মা জনপ্রিয় নৃত্যশিল্পী অমলা শঙ্করের
কেরালা: কেরালায় বিশিষ্ট নৃত্য শিল্পী অমলা শঙ্করের জীবনবাসন। গত মাসেই মেয়ে মমতা শঙ্করের নাচের সংস্থার বাড়িতে শিল্পী অমলা শঙ্করের ১০১ তম জন্মদিন পালন করা হয়।এই দিন ইহোলোক ছেড়ে পরলোকে গমন করলেন বিখ্যাত এই শিল্পী।
১৯১৯ সালের ২৭ জুন জন্ম গ্রহণ করেন অমলাশঙ্কর। ১৯৩১-এ প্রথম অংশ নেন প্যারিস ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশনে। সেখানেই তাঁর পরিচয় হয় উদয় শঙ্করের সঙ্গে। তাঁর কাছেই তালিম নেওয়া শুরু করেন। মাত্র ১৯ বছর বয়সে উদয় শঙ্করকে বিয়ে করেন।
তারপর তিনি স্বামী তথা গুরুর সঙ্গে নৃত্যশিল্পী হিসাবে সারা বিশ্ব ভ্রমণ করেছেন। নাচ থেকে ছবি আঁকা, অভিনয় থেকে লেখা, শিল্পের বিভিন্ন মাধ্যমেই অমলাশঙ্কর পুটুতা দেখিয়েছেন। উদয় শঙ্কর পরিচালিত কল্পনা-তে উমার চরিত্রেও নৃত্যাভিনয় করেছিলেন তিনি।
শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় ঠাকুমার মৃত্যুর খবর জানান শ্রীনন্দা শঙ্কর। ঠাকুমার সঙ্গে নিজের ছবি আপলোড করে শ্রীনন্দা লেখেন, “তাঁর মৃত্যুতে একটি যুগের অবসান হল”। জানা যায়, বার্ধক্য জনিত কারণেই মৃত্যু তার। তার মৃত্যুতে শোকাহত পরিবারসহ দেশ।