মমতার ‘দুয়ারে সরকার’ প্রকল্পে প্রথম দিনেই ৩ লক্ষের বেশি আবেদন
কলকাতা: বর্তমান শাসকদল তৃণমূল দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসতে জনসংযোগের মাধ্যমে মানুষের কাছে পৌছে দিতে চাইছে। আগামী নির্বাচনে আর মানুষ তৃণমূলকে ভোট দিয়ে ফের ক্ষমতায় আনবেন কিনা, সেটা বোঝা যাবে আর কিছুদিনেই।
পশ্চিমবঙ্গের মানুষজন কিন্তু তার আগে রাজ্য সরকারের তরফে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার সুযোগ হাতে পেয়ে তা ছাড়া করতে রাজি নন। মুখ্যমন্ত্রী এদিন নিজেই টুইট করে দাবি করেছেন,”প্রকল্পের প্রথম দিনেই জমা পড়েছে প্রায় ৩ লক্ষের বেশি আবেদনপত্র। এই বিপুল উৎসাহ দেখে অভিভূত সরকারি আধিকারিকরা।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর এই বিপুল উৎসাহের কথা জানিয়ে টুইটে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প এবং সরকারি পরিষেবার সুযোগ নিতে সবাই আরও বেশি করে প্রশাসনিক ক্যাম্পে যেতে অনুরোধ করেছেন।এটা রাজ্যবাসীর নিজস্ব অধিকার বলে দাবি করে সম্পূর্ণ ডিসেম্বর মাস জুড়ে মোট চার দফায় কোন কোন সময়ে ক্যাম্প বসবে, টুইটারে এ দিন তা-ও রাজ্যবাসীকে জানিয়ে দিয়েছেন তিনি।
মঙ্গলবার সকাল ১০টা থেকে সেই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। আর সেই সূচনার কয়েক ঘণ্টার মধ্যেই টুইট করে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ফের বিশদে জানিয়েছেন এই কর্মসূচির বিষয়ে।