ইন্দোনেশিয়া: কপালে থাকলে ভিখিরিও রাজা হয়। সেই কথাই সত্যি হল ইন্দোনেশিয়ার এক যুবক জোসুয়া হুটাগালানগুর ওপর। রাতারাতি দরিদ্র থেকে কোটিপতি হয়ে গিয়েছে সে।
জোসুয়ার বাড়ির আকাশ থেকে অতি বিরল একটি উল্কাপিন্ড পরে। যা তাঁকে রীতিমতো বড়লোক করে দিয়েছে। দরিদ্র থেকে সোজা ১০ কোটির মালিক জোসুয়া।
জোসুয়ার বাড়ির ছাদে পড়ে উল্কাটি।এটি বিক্রি করে জোসুয়া পেয়েছে ১০ কোটি টাকা। যেহেতু এটি খুব বিরল প্রজাতির উল্কা, তাই প্রতি গ্রামে এর দাম হয়েছিল ৮৫৭ ডলার।
এমন অভাবনীয় ভাগ্য কল্পনা করতে পারছে না সে নিজেও। এমনিতে সে কফিনের কাজ করে। কিন্তু এখন একবারে ১০ কোটির মালিক সে।