পর্যটকদের জন্য খুলে যাচ্ছে মন্দারমনি সমুদ্র সৈকত
মন্দারমনি: রবিবার থেকে খুলে গেল পর্যটকদের জন্য মন্দারমনি সমুদ্র সৈকত এবং এই মাসের মধ্যেই বাকি সমস্ত সমুদ্র সৈকত গুলো খুলে যাওয়ার রয়েছে সম্ভাবনা। মন্দারমনির হোটেল-রেস্তোরাঁ গুলি খুলে গেলেও দীঘা, শঙ্করপুর, উদয়পুর এবং তাজপুর এলাকার হোটেল-রেস্তোরাঁ কিছুই খুলছে না বর্তমানে।
সূত্রের মাধ্যমে জানা যায়, অনলাইনে মন্দারমনির হোটেল গুলোতে বুকিং শুরু হয়ে গেছে। লকডাউন এর জেরে ব্যবসায় অনেক ক্ষতির পরও হোটেল মালিকরা পুনরায় পর্যটন শিল্পে দেখতে পাচ্ছেন আশার আলো। তবে, সকলকে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বিধি।
সর্দি কাশির মত কোন উপসর্গ থাকলে পর্যটককে ঘর দেওয়া হবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে হোটেল কর্তৃপক্ষ। এছাড়াও হোটেলে প্রবেশের আগে থাকবে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজার পদ্ধতি। এই বিষয়ে প্রশাসনিক কর্তাদের সাথে আলোচনার পরই খোলা হচ্ছে মন্দারমনি।