তাঁর সাফল্যে গর্বিত রাজ্যবাসী, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

mirabai chanu

লড়াই ২৪ ডেস্ক: মণিপুর থেকে সুদূর টোকিও। হাজার হাজার মানুষের আশা-ভরসা মীরাবাই চানু। টোকিও অলিম্পিকে ভারতকে গৌরব এনে দিয়ে সোমবারই দেশে ফেরে চানু। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উচ্ছাসে ফেটে পড়ে জনতা। “ভারত মাতা কি জয়” ধ্বনিতে মেতে ওঠে জনতা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

২১ বছর পড়ে ভারোত্তোলনে ভারতকে জয় এনে দেওয়া মীরাবাইয়ের জন্য পুরস্কারের ডালি সাজিয়ে রেখেছে মণিপুর সরকার। সোমবার সেই পরিপ্রেক্ষিতে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি জানান, সরকার সিধান্ত নিয়েছে চানুকে অতিরিক্ত পুলিশ সুপার(স্পোর্টস) পদে নিযুক্ত করা হবে।

আরও পড়ুন………..সাইবার ক্রাইমের শিকার রাজ্যের নিরপত্তা অধিকর্তা, শুরু পুলিশি তদন্ত

মুখ্যমন্ত্রী চানুকে অনুরোধ করেছেন, তিনি যেন বর্তমান রেলের চাকরি ছেড়ে মণিপুর পুলিশ বিভাগে যোগ দেন। বীরেন সিং বলেছেন, “আমি তাঁকে অনুরোধ করেছি ইস্তফা দেওয়ার জন্য। পরের অলিম্পিকের জন্য তাঁকে প্রস্তুত করতে হবে, কারণ গোটা দেশ তাঁর সোনার পদক প্রাপ্তির জন্য তাকিয়ে আছে।”

মুখ্যমন্ত্রী জানান, চাকরি ছাড়াও এক কোটি টাকা পুরস্কার হিসাবে দেওয়া হবে চানুকে। মণিপুর সরকার আগেই জানিয়েছিল, অ্যাথলিটরা সোনা পেলে ১.২ কোটি টাকা,  রূপো পেলে ১ কোটি টাকা এবং ব্রোঞ্ছ পেলে ৭৫ লক্ষ টাকা পাবেন।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment