এবার মাস্ক পরে না বেরোলেই আইনি ব্যবস্থা, রাজ্যে নয়া নির্দেশ

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কলকাতা: রাজ্যে করোনা সংক্রমণ ক্রমেই ঊর্ধমুখী। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল নবান্ন। নতুন নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হল, এবার থেকে মাস্ক ছাড়া বাইরে বেরোলেই পড়তে হবে আইনি ব্যবস্থার মুখে। মাস্ক ছাড়া বাইরে বের হলেই বিপর্যয় মোকাবিলা আইনে পদক্ষেপ গ্রহণ করা হবে।

দেশে করোনা হানা দেওয়ার পর থেকে বারবার চিকিৎসকরা বলে এসেছেন মাস্ক মাস্ট। কিন্তু মাঝখানে করোনা সংক্রমণের গতি কমায় সাধারণ মানুষের মধ্যে করোনাবিধি নিয়ে ঢিলেমি দেখা দিয়েছিল। সেই সুযোগে লাফিয়ে বেড়েছে সংক্রমণ। তাই আরও একবার পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিল করোনা আবহে মাস্ক পরা বাধ্যতামূলক।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

যদি কোনও ব্যক্তি মাস্ক ছাড়া রাস্তায় বেরন তাহলে তাঁর বিরুদ্ধে পুলিশকে আইনি পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। মাস্ক না পরা কিংবা সামাজিক দূরত্ব বজায় না রাখলে কঠোর পদক্ষেপ করার কথা উল্লেখ রয়েছে নবান্নের নির্দেশিকায়।

অন্যদিকে শনিবারের রিপোর্ট বলছে । গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ১৪ হাজার। শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় এ রাজ্যে নতুন করে করোনার সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন । এই মুহূর্তে রাজ্যে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২৮০৬১ । গত বছর এবং এ বছর এ রাজ্যে মোট করোনায় মৃত্যু ১০ হাজার ৮৮৪ জনের । তার মধ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের ।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment