চোর সন্দেহে গণপিটুনি! মৃত্যু হল ব্যক্তির
নদিয়া: বুধবার মধ্যরাতে চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে মৃত্যু হল এক মধ্য বয়স্ক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম পরেশ সরকার, বয়স ৫২ বছর। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের প্রফুল্ল নগর গ্রামে।
জানা গিয়েছে, পেশায় ছুতোর মিস্ত্রি ছিলেন পরেশ বাবু। লকডাউনের জন্য মাঝে কর্মহীন হয়ে পড়েন তিনি। বেশ কিছুদিন যাবৎ কাঁচা আনাজ বিক্রি করতেন।
সূত্রের খবর অনুযায়ী, পরেশ বাবু স্থানীয় একটি চাষের জমি থেকে ওলের ডাটা কাটতে যান মাঝরাতে। তারপরেই এলাকার লোকজন চোর সন্দেহে তাঁকে মারধর করা শুরু করে। পরে মৃত্যু হয় পরেশ বাবুর।
বৃহস্পতিবার সকালে পরেশ বাবুর ভাই সুদেব সরকার শান্তিপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। কিন্তু তার আগেই গতকাল ভোররাতে ঘটনাস্থল থেকে ওই এলাকার একজনকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ।
জিজ্ঞাসাবাদ করার পর তাঁর কাছ থেকেই ৩০ জনের নাম পাওয়া গিয়েছে বলে জানা যায়। বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।