অসম: অসমের তিনসুকিয়ার বাঘজান অয়েল ফিল্ডে ভয়াবহ আগুন। রিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে ৷ সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞদের আনানো হলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ৷
জানা গিয়েছে, সোমবার গ্যাস লিক পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হয় সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা। তাঁরা সবকিছু খতিয়ে দেখেন।মঙ্গলবার ফের পরীক্ষা চালানোর সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুন লাগার জায়গা থেকে একটু দূরেই ন্যাশনাল পার্ক। ইতিমধ্যেই কিছু বন্য প্রাণী মৃত। মৃত্যু হয়েছে। মারা গেছে ডলফিন।
অয়েল ইন্ডিয়ার এই বাঘজানের খনিতে তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসও মজুত রয়েছে ৷ অসমের তিনসুকিয়া জেলার অন্তর্গত এই তেলের কূপ ৷
২০০৬ সাল থেকে এখানে প্রতিদিন ৮০,০০০ স্ট্যান্ডার্ড কিউবিক মিটার গ্যাস (SCMD) উৎপন্ন করা হয় ৷ আপাতত আশপাশের গ্রামের মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷