Fire Breaks Out
লড়াই ২৪ ডেস্ক: ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত গোডাউন। ঘটনাটি ঘটেছে উল্টো ডাঙার ক্যানেল ইস্ট রোডের একটি গোডাউনে। সেখানে দাহ্যবস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। ৭টি ইঞ্জিন সহযোগে নেভানো হয় আগুন। কোনো হতাহতের খবর মেলেনি এখনো পর্যন্ত। ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল তবে পরিমাণ এখনো জানা যায়নি। কীভাবে আগুন লাগলো এই বিষয়ে তদন্তে নেমেছে দমকল ও উল্টো ডাঙা পুলিশ স্টেশন।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে ২/৪ উল্টোডাঙার ক্যানেল ইস্ট রোডের ওই ডালের গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা ফোন করে দমকল বিভাগে। প্রথমে তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুনের পরিমাণ বেড়ে যাওয়া আনানো হয় আরও চারটি ইঞ্জিন। এরপর সাতটি ইঞ্জিন সহযোগে ১ ঘণ্টা ধরে চলে আগুন নেভানোর প্রক্রিয়া।
আরও পড়ুন…………..দিল্লিতে বিরোধী বৈঠকে যোগ তৃণমূলের
দমকল সূত্রে জানা গেছে, গোডাউনে কেউ না থাকায় মেলেনি কোনো হতাহতের খবর। তবে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। আগুনের রেশে ভস্মীভূত গোডাউন। প্রাথমিক অনুমান, বৃষ্টির কারণে শট-সার্কিট হয়ে এই ঘটনা ঘটেছে।