Maradona museum: কিংবদন্তি ফুটবলার মারাদোনার মিউজিয়াম হতে পারে কলকাতায়

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Maradona museum

কলকাতা: খুশির খবর পশ্চিমবঙ্গের খেলোয়াড় প্রেমীদের। সাম্প্রতিক সময়ে প্রয়াত ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনার নামে ভারতে বসতে পারে মূর্তি। দৌড়ে আছে দুটো নাম কলকাতা ও কেরালা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

ববি চেমানুর ইন্টারন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন,”ওই মিউজিয়ামে মারাদোনার সোনার একটি মূর্তি থাকবে, যা তৈরি হবে ‘হ্যান্ড অফ গড’-এর আদলে। এই মিউজিয়াম হয় কলকাতা, নয়ত দক্ষিণ ভারতের কোনও শহরে হবে। মারাদোনার পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা তুলে ধরা হবে ওই মিউজিয়ামে।”

এক সাংবাদিক সম্মেলনে চেমানুর জানান, “শিল্প এবং প্রযুক্তির সংমিশ্রণে তৈরি হবে মারাদোনা মিউজিয়াম। মূল আকর্ষণ অবশ্যই মারাদোনার ‘হ্যান্ড অফ গড।’”

Maradona museum

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment